পশু পালনের মাধ্যমে পরিবারের স্বচ্ছলতা আসে
–মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন,
“পশু পালনের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসে। আপনারা নিজের সন্তানের মতো হাঁস-মুরগি ও পশু মমতা দিয়ে পালন করুন। সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে পালন করলে ক্ষতি কম হবে।”
তিনি আরও জানান, সরকার গ্রামীণ পর্যায়ে পশুপালন সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে। এর ফলে একদিকে পরিবারে স্বাবলম্বিতা আসবে, অন্যদিকে দেশীয় আমিষ উৎপাদন বাড়বে।
পুরুষের পাশাপাশি নারীদের সমাজ উন্নয়নে সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাঁওয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণী ও প্রাণীর খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ২১৭টি পরিবারে বিভিন্ন প্রাণী ও পশু-পুষ্টি পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে ছিল—
৬৪টি পরিবারে প্রতিটিতে ২১টি করে হাঁস
৬৯টি পরিবারে প্রতিটিতে ২৫টি করে মুরগি
১০টি পরিবারে প্রতিটিতে ২টি করে ছাগল
৭৪টি পরিবারে প্রতিটিতে ৩টি করে ভেড়া
প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক স্কীন প্রজনন শাহ জামান খান, প্রাণী সম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ।
মোঃ আসিফ চৌধুরী
০৭:০৯:২০২৫