কুয়াকাটা ( পটুয়াখালী ) প্রতিনিধি
পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভায় অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা নারী জাবেদা খাতুন তার স্বামীর সম্পত্তিতে ন্যায্য অধিকার আদায়ে মানবিক সহায়তা প্রার্থনা করেছেন।
ভুক্তভোগী জাবেদা খাতুনের স্বামী মৃত আব্দুর রব গাজী প্রায় বারো বছর আগে মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে, তার মৃত্যুর পর প্রথম পক্ষের সন্তানরা— মোঃ শাহ আলম গাজী, মোঃ নুর আলম গাজী, মোঃ জালাল গাজী, মোঃ আফজাল গাজী ও শাহ বানু বেগম উভয়ের পিতা মৃত্যু আঃ রব গাজী— পারিবারিক সকল সম্পত্তি জোরপূর্বক দখল করে নেন। এতে করে অসুস্থ, কর্মক্ষমতাহীন এবং দৃষ্টিশক্তিহীন জাবেদা খাতুন সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে পড়েন।
বর্তমানে তিনি তার মেয়ের সাথে ভাড়া বাসায় রয়েছেন এবং তার নাতি তার চিকিৎসার ব্যয়ভার বহন করছেন। নাতির অভিযোগ, বর্তমানে তিনি অনেক অসুস্থ হাত-পা ফুলে উঠে উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রোয়োজন, তাই তার ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দেওয়া হোক।
জানা গেছে, ২০২৩-২৪ সালে জাবেদা খাতুন কুয়াকাটা পৌরসভার মাননীয় মেয়রের কাছে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু তখন তারা ক্ষমতার বলে কোনো বিচার হতে দেয়নি।
জাবেদা খাতুন বলেন, “আমি একজন অসহায় বিধবা। স্বামীর মৃত্যুর পর থেকে আমার ন্যায্য সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। এখন আমি অসুস্থ ও দৃষ্টিহীন। সরকারের কাছে অনুরোধ, আমার অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়।”
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যালোচনা করে জাবেদা খাতুনের ন্যায় অধিকার নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি সহায়তা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানানো হয়েছে।