
আপনি হলেন বাংলার সাহসী স্বপ্ন,
আপনি জনতার অন্তরে দীপ্ত আলোক।
অত্যাচার-অবিচারের শৃঙ্খল ভাঙতে,
আপনিই সেই অগ্নিশিখা, আপনিই শক্তি নিরন্তর শোক।
আপনি জনগণের আশার প্রতীক,
আপনি স্বাধীনতার নতুন দিশারি।
গণতন্ত্র রক্ষার সংগ্রামে এগিয়ে,
আপনিই আমাদের নেতা, বাংলার রাখালী।
আপনি বলেন সত্য, দেন সাহসের ডাক,
আপনার কণ্ঠে জাগে বিজয়ের গান।
দেশমাতার টানে এগিয়ে যান নির্ভীক,
আপনিই বাংলার গৌরব, প্রিয় তারেক রহমান।
আপনার হাতেই গণতন্ত্রের পতাকা,
আপনার চোখেই আগামীর আলো।
দেশের মাটিতে ফিরবে ন্যায় আর অধিকার,
আপনি আছেন বলেই জনগণ আছে ভালো।
লেখক:-মো আতিকুর রহমান
সহ-সভাপতি জিয়া সাইবার ফোর্স জেডসিএফ বরিশাল জেলা কমিটি।