ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দক্ষিন কেরাণীগঞ্জ থানা এর তত্ত্বাবধায়নে আভিযানিক টিম অদ্য ১১/০৭/২০১৫ খ্রিঃ তারিখ অভিযান পরিচালনা করেন।
থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার ঢাকা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এর তত্ত্বাবধায়নে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ, কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ ও ডিবি (দক্ষিণ) এর সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ নাছির উদ্দিন (৫০), পিতা-মৃত চাঁন মিয়া মোল্লা, মাতা-সেলিনা বেগম, সাং-হলুদীয়া ওয়ার্ড নং-০৫, ইউপি-হলুদীয়া, মোল্লা বাড়ী, থানা-আমতলী, জেলা। বরগুনা, বর্তমান সাং-দীঘিরচালা ইলিয়াসের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসান, জেলা-গাজীপুর, ২। মোঃ মোতালেব, প্রমানিক (৩৭), পিতা-মৃত ময়দান প্রমানিক, মাতা-মনোয়ারা বেগম, সাং-নবীপুর, ওয়ার্ড নং-০৯, ইউপি-তালগাছ, থানা-শাহাজাতপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমানে টংঙ্গাবাড়ী, মাঝিপাড়া কবিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ শাহ আলম হোসেন প্রামানিক (২৯), পিতা-শাহাজান প্রামানিক, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-সেনগাতী, ওয়ার্ড নং-০৮, ইউপি-দুর্গানগর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং- টংঙ্গাবাড়ী মাঝিপাড়া খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ রমজান আলী (৩০), পিতা-মৃত মজনু প্রামানিক, মাতা-মৃত পরি খাতুন, সাং-বলদীপড়া, ওয়ার্ড নং-০৫, ইউপি কাইয়ুমপুর, থানা-শাহাজাতপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং- টংঙ্গাবাড়ী মাঝিপাড়া খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। হাবিব (২৮), পিতা- নুর মোহাম্মদ হাওলাদার, সাং- দক্ষিণ চরদেবর, থানা- হিজলা, জেলা- বরিশাল, বর্তমান সাং- তেলিপাড়া মীর মোশারফের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুরদের গ্রেফতার করা হয় উক্ত আসামীগন জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে।
জব্দকৃত আলামত: ০১। ০১ টি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল, ০২। ০১টি ড্রিল মেশিন,০৩। ০১ টি পাইপ রোজ, ০৪। ০২টি কোড়া বালি, ০৫। ০১টি হ্যাসকো রেড, ০৬। ০১টি লোহার রড, ০৭। ০১টি সেলাই রেঞ্জ, ০৮। ০১টি প্লাস,০৯। ০১টি ৫ পয়েন্ট মাল্টিপ্লাগ, ০২টি সাতুল একটি পালসার মোটরসাইকেল যাহা আসামী নাসির (৫০) এর নিকট হইতে উদ্ধার করা হয়। এছাড়াও সূত্রোক্ত মামলার মূল হোতা শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- গাজীরচট মুন্সিপাড়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা এর বসত বাড়ীর শয়নকক্ষের খাটের নিচ হইতে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় অস্ত্র মামলার আলামত ০২টি লুরিত এলইডি টেলিভিশন (১টি স্যামসাং ব্র্যান্ডের ও একটি ওয়ালটন ব্র্যান্ডের) উদ্ধার করা হয়। (উল্লেখ্য যে শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২) চাঁদপুর শাহারাস্তি থানার মামলা নং-৩, তারিখ-০৮/০৭/২৫খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী হওয়ায় তাকে উক্ত মামলার তদন্তকারী অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে অত্র মামলায় পূনঃ গ্রেফতার দেখানো হবে)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে।