আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ আমান উল্লাহ আমান বলেছেন, ‘জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা পরিষ্কার করেছেন—ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
তিনি আরও বলেন, ‘এখন মাত্র দুই–আড়াই মাস সময়। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে।’
আজ শুক্রবার (১৫নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বিএনপির এই নেতা।
অমান দাবি করেন, গত সতেরো বছরে কেরানীগঞ্জ উন্নয়নে উপেক্ষিত ছিল। তাঁর অভিযোগ, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ কেরানীগঞ্জে কোনো উন্নয়ন করেনি। বিএনপি ক্ষমতায় আসলে অতীতের মতোই উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনবো।’
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিতে তিনি স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান।
শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ নিয়ে তিনি বলেন, ‘এই মাঠ দখল করার ক্ষমতা কারও নেই। মাঠটি মাঠই থাকবে।’
ফাইনাল খেলায় বলসুতা ইয়ং ক্লাব টাইব্রেকারে শাক্তা বেল্ট ফ্যাক্টরি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আমান বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
শাক্তা অগ্রপথিক তরুণ সংঘের সভাপতি এম এ বাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসন, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ স্থানীয় নেতারা।