বরিশালে ‘সবুজ বাংলাদেশ’ জেলা কমিটির শপথ গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
-
-
প্রকাশের সময় :
১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
-
৩৩৯
পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধি:
পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির উদ্যোগে শপথ গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সবুজ বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সভাপতি নুরুল হুদা পনু এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক মেধাবী ছাত্র, সমাজসেবক ও মাধবপাশা ইউনিয়নের সাবেক দুইবারের সফল পদকপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাতিজা মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন তালুকদার মিন্টু, তরুণ সমাজসেবক ওয়াসিম মৃধা এবং সমাজসেবক ফয়সাল শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সভাপতি ফারজানা ইসলাম, সহ-সভাপতি তপন কুমার মিত্র, সহ-সভাপতি নাজমুল ইসলাম মুন্না, সহ-সভাপতি রিয়াজ সিকদার, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল হাসান শাহীন, অর্থ সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুম্পা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, নদী সংরক্ষক বিষয়ক সম্পাদক স্বপন মুন্সীসহ সংগঠনের আরও অনেকে।
বক্তারা তাঁদের আলোচনায় পরিবেশ দূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং দূষণ রোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।