বরিশাল প্রতিনিধি:-
"সবুজে ভরে উঠুক আপন ভুবন,
নিঃশ্বাস যেন সবুজ বিশ্বাসে ভরে উঠুক।"
এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশবান্ধব সমাজ গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটি। আগামী প্রজন্মকে সবুজের অপরিসীম প্রয়োজনীয়তা অনুভব করানোর অংশ হিসেবে জেলার ছয়টি উপজেলায় এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির আওতায় ছয় শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ এ কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মহৎ কাজে যাদের অসামান্য অবদান রয়েছে তারা হলেন—
১) মশিউর রহমান লিটন
২) সার্জেন্ট পলাশ মন্ডল
৩) কিরন হাওলাদার
৪) হুমায়ুন কবির
৫) মাসুম মৃধা
তাদের নিঃস্বার্থ প্রচেষ্টা ও অকৃত্রিম সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ। আলোকিত মানুষ হিসেবে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া জানানো হয়— যেন তাদের সব কাজ কবুল হয়।
এ সময় সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়, সমাজের অন্য বৃত্তবান ও সচেতন মানুষরাও যেন পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন। কারণ সুস্থ ও সুন্দর আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।
সবুজ বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ