বরিশাল প্রতিনিধি :
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের বিএনপি নেতা ও সমাজকর্মী এডভোকেট এম হেলাল উদ্দিন বলেছেন, “কথা আর কাজে ইতিপূর্বেই মেহেন্দিগঞ্জের মানুষ প্রমাণ পেয়েছে। ইনশাআল্লাহ সুযোগ আসলে আবারও প্রমাণ করব যে, সৎ ইচ্ছা থাকলে বরিশাল-৪ এর উন্নয়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, উন্নয়নের মূল চালিকা শক্তি হলো সাধারণ মানুষ। তাই বরিশাল-৪ এর উন্নয়নে জনগণের মুক্ত কণ্ঠস্বরই হবে তার ভরসা। তিনি স্পষ্টভাবে জানান, “আমার শুধু দরকার বরিশাল-৪ এর সাধারণ মানুষ—যারা মুখ খুলে তাদের ভাষা প্রকাশ করতে পারে। আমি এমন কাউকে চাই না যাদের ভয়ে সাধারণ মানুষ কথা বলতে পারবে না।”
এডভোকেট হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। জনগণের পাশে দাঁড়িয়ে বাস্তবসম্মত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই তিনি অগ্রসর হচ্ছেন।