
বরিশাল প্রতিনিধি:
৮ আগস্ট ২০২৫, শুক্রবার — বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের জনগণের আস্থা ও ভালোবাসায় ভরপুর মানবিক নেতা, আইনজীবী ও সমাজসেবক এডভোকেট এম হেলাল উদ্দিন দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
সকাল থেকেই হিজলা উপজেলায় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, পরিদর্শন এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
দিনের শুরুতে, সকাল ৭টায়, তিনি হিজলা উপজেলা সদরের টেক এলাকা থেকে আন্দারমানিক ইউনিয়নের কাজিরহাট এলাকায় যান। সেখানে তিনি নদীভাঙনের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন। সরকারিভাবে বরাদ্দ পাওয়া উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করার পূর্বে, তিনি তদারকি কমিটি গঠন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় এডভোকেট হেলাল উদ্দিন বলেন,
“নদীভাঙন হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষের জীবনে একটি বড় দুর্যোগ। এই দুর্যোগ থেকে মানুষকে রক্ষার জন্য আমি অতীতেও লড়েছি, আগামীতেও লড়ব। দ্রুত কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি চাপ প্রয়োগ করব।
এরপর সকাল ১০টায় স্পিডবোটযোগে তিনি একতা খেয়া ঘাট হয়ে একটি স্থানীয় এতিমখানা মাদ্রাসায় পৌঁছান। সেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে এক উষ্ণ মতবিনিময় করেন। তিনি মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।
এরপর তিনি দোয়া ও মুনাজাতে অংশ নেন এবং মাদ্রাসার ছেলেদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
দুপুরে তিনি হিজলার ঐতিহ্যবাহী গোরবদি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনা নিয়ে পরামর্শ গ্রহণ করেন। মসজিদের দোয়া মাহফিলে অংশগ্রহণ করে তিনি দেশ, জাতি ও এলাকার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মুসল্লীদের সঙ্গে তোবারক গ্রহণ করেন।
দিনের শেষ কর্মসূচিতে তিনি পুনরায় কাজিরহাট এলাকায় ফিরে যান এবং স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি ঝুঁকিপূর্ণ ও ভাঙাচোরা রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন। জনগণের অভিযোগের প্রেক্ষিতে রাস্তার অবস্থা নিজ চোখে দেখে তিনি তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এসময় সেখানেও একটি তদারকি কমিটি গঠন করে, কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেন।
দিনের কার্যক্রম শেষে এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন,
“আমি রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। আপনাদের সমস্যা আমার সমস্যা। আমি কথা দিচ্ছি—হিজলা-মেহেন্দিগঞ্জের উন্নয়নে কোনো অবহেলা করা হবে না। কাজই আমার পরিচয়।