আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
কেরানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে "কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা" অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে তারানগর ইউনিয়নের শ্যামল বাংলা রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা সভাপতি মাহবুবুল আলম সিয়াম এর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ তৌফিক হোসাইনসহ দেশবরেণ্য আলোচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তুর্জ। অনুষ্ঠানে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সমগ্রী হাতে তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।