নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির আওতায় আগরপুর কলেজ গেট হতে উপ-স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত রাস্তার পাশে, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, আগরপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
সবুজ বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, তাদের এই ধারাবাহিক উদ্যোগের লক্ষ্য হলো—প্রত্যেক গ্রামে, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ও রাস্তার পাশে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা।
সবুজ বাংলাদেশ — একটি সবুজ প্রজন্মের অঙ্গীকার ।