
নিউজ ডেস্ক
দীর্ঘ পথচলার ২১ বছরে পদার্পণ করেছে দেশের প্রগতিশীল পাক্ষিক পত্রিকা “বার্তা প্রবাহ”। এ উপলক্ষে এক জমকালো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যম, সাহিত্য ও সমাজসেবায় অবদান রাখায় মোঃ আতিকুর রহমান-কে প্রদান করা হয় বিশেষ সম্মাননা স্মারক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হাসান হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালমা ডলি, এবং অন্যান্য গুণীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বার্তা প্রবাহ শুধু একটি পত্রিকা নয়, এটি একটি আন্দোলনের নাম। সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতায় এ পত্রিকা দীর্ঘদিন ধরে পাঠকের আস্থা অর্জন করে আসছে।”
মোঃ আতিকুর রহমান, একজন প্রতিশ্রুতিশীল মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক হিসেবে ইতোমধ্যে সমাজে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং কলমের মাধ্যমে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টাকে সম্মান জানিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে “সম্মাননা স্মারক” প্রদান করা হয়।
স্মারক গ্রহণের পর মোঃ আতিকুর রহমান বলেন,
“এ সম্মান শুধু আমার একার নয়, এটি তাদের সকলের যারা মানবতার জন্য কলম ধরেছেন, কণ্ঠ তুলেছেন। বার্তা প্রবাহের এই উদ্যোগ আমাকে নতুন অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানটি ছিল মিলনমেলা ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উদাহরণ, যেখানে নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণাও তুলে ধরা হয়। ২১ বছর পূর্তির এই আয়োজনে অংশগ্রহণকারী সবাই বার্তা প্রবাহের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।