
কবির হোসেন দেওয়ান:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।
আজ ২৯ ডিসেম্বর, রোজ সোমবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে উপস্থিত হলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং যুবদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় যুব সমাজকে ঐক্যবদ্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি যুবদলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাংগঠনিক বিভিন্ন অগ্রগতি সম্পর্কে অবহিত করেন ।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক অঙ্গনে এই সৌজন্য সাক্ষাৎকে আসন্ন নির্বাচন ও যুবদলকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।













