
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন— ‘সঠিক সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’, আর সে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের বামনশুর মাঠে বামনশুর চ্যালেঞ্জিং ফুটবল টুর্নামেন্ট–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অমান উল্লাহ আমান বলেন, “নির্বাচন ঘিরে নানা সময় ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে—আজও হচ্ছে। কিন্তু সারা দেশে ধানের শীষের পক্ষে স্রোত তৈরি হয়েছে। জনগণ মনে করছে, এবার নির্বাচনে ধানের শীষ জয়ী হবে।”
বিএনপি ক্ষমতায় এলে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপর খোলামোরা–কামরাঙ্গীরচর সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
বক্তব্যে অতীতের বিভিন্ন ঘটনার বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন আমান। তিনি বলেন, “বাংলার মাটিতে অন্যায়ের বিচার হবেই। অনেক মামলা ও তদন্তের প্রক্রিয়া চলছে—সেগুলোও সময়মতো শেষ হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনিরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।














