কবির হোসেন দেওয়ান:-
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ বাদ জুম্মা এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও দেশমাতৃকসুলভ অবদানের কথা স্মরণ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর প্রতি তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির কল্যাণেও বিশেষ মোনাজাত করা হয়।