মোঃ শাহজাহান কবির প্রধান :-পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলা ইসলামবাগ হিলিবোট মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, বোদা কলেজ পাড়া একতা ক্লাব বনাম ইসলামবাগ টাইগার ক্লাব।
ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলায় বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়।খেলার ফলাফল ইসলামবাগ টাইগার ক্লাব ২,কলেজ পাড়া একতা ক্লাব ০১।
ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উক্ত ফুটবল খেলার প্রধান অতিথি বোদা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ দিল রেজা ফেরদৌস চিন্ময়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ফুটবল খেললে শরীর মন দুটি ভালো থাকে,ফুটবল খেলায় যারা জয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা হেরে গেছেন তারা ভবিষ্যতে আরও ভালো খেলবে এই প্রত্যাশাই করি।