আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা–৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণের ভোটাধিকার প্রয়োগ অপরিহার্য। তিনি বলেন, জনগণ যদি সক্রিয়ভাবে ভোট দেয়, তবে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে।
আজ (২৬ নভেম্বর) বুধবার বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন গয়েশ্বর রায়।
গয়েশ্বর রায় দাবি করেন, গত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রেই নির্বাচন ঠেকানো সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গণসংযোগে বিএনপির নেতা মাহবুব আলম মামুন, কানন শিকদার, সেন্টু, মতিউর রহমান চঞ্চল, শুভসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।