সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরের সাংবাদিক ও সমাজসেবক আনোয়ার হোসেন বেলাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইংরেজি দৈনিক দা ডেইলি পোস্ট–এর মাধবপুর প্রতিনিধি এবং সমাজসেবামূলক সংগঠন দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি।
সাংবাদিকতার পাশাপাশি ফেসবুকে বিভিন্ন সামাজিক ইস্যুতে লাইভ করে তিনি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন। চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, মনতলা হরষপুরে ট্রেনের স্টপেজের দাবি, দেওগারের ঐতিহাসিক তিন নম্বর মসজিদের প্রচার, নিশান এনজিওর দুর্নীতি উদঘাটনসহ এলাকার নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে কাজ করে তিনি সুনাম অর্জন করেছেন।
গত রবিবার (১৪ সেপ্টেম্বর) হঠাৎ পাইলস ও হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এর আগে তিনি মাধবপুরে রাস্তার পাশের ঝোপঝাড় ও পথচারীদের দুর্ভোগ নিয়ে ফেসবুকে লাইভ করার সময় অসুস্থ হয়ে পড়েন।
তার সুস্থতা কামনা করে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বাবু বলেন, “আনোয়ার হোসেন বেলাল শুধু সাংবাদিক হিসেবেই নয়, কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও ফেসবুকে অনেক সুনাম অর্জন করেছেন। হঠাৎ তার অসুস্থতার খবরে আমরা মর্মাহত। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি আবার মাঠে ফিরে এসে মানুষের কথা বলতে পারেন।”
স্থানীয় সাংবাদিক মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।