মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরে এক ভিন্ন মাত্রার আয়োজনে পরিণত হয়েছে বিএনপির নেতাকর্মীদের পিকনিক। শুক্রবার দিবাগত রাতে চানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শত শত নেতাকর্মীর উপস্থিতিতে পিকনিক আয়োজন রূপ নেয় মিলনমেলায়। শুধু চানপুর ইউনিয়ন নয়, মেহেন্দিগঞ্জ পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। উচ্ছ্বাস-আনন্দে ভরে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আঃ খালেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জিয়াউদ্দীন সুজন ও নলী মোঃ জামালসহ স্থানীয় সিনিয়র নেতারা। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীদের মিলন ও একতা।
পিকনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন তালুকদার। তিনি তাঁর বক্তব্যে নেতাকর্মীদের অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরণের আয়োজনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন।
আয়োজনে আড্ডা ও নৈশভোজের মধ্য দিয়ে চলা এ পিকনিক রাজনৈতিক কর্মসূচির বাইরেও একটি ভ্রাতৃত্বপূর্ণ মিলনমেলায় রূপ নেয়।