
মেহেন্দিগঞ্জের বালিয়া গ্রামটি নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে স্থানীয়দের মানববন্ধন
———————————————————————–
মাহমুদুল হাসান ফরিদ,মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামকে মেঘনার ভয়াল ভাঙনের হাত থেকে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল বিকালে ওই গ্রামের শত শত মানুষ মেঘনার পাড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুল হক মিল্টন চৌধুরীর, বিএনপি নেতা মামুন হাসান, উত্তর উলানিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জসিম উদ্দিন কালু, প্রবীণ শিক্ষক আব্দুল হাই, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, যুবদল নেতা জাকির হাওলাদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
এসময় ক্ষতিগ্রস্তরা জানান, চলতি বর্ষায় মেঘনা নদীর ভাঙনে গ্রামের শতাধিক বাড়িঘর ও শত শত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। উলানিয়া বাজার হইতে আলীগঞ্জ বাজার পর্যন্ত ৪কিলোমিটার এলাকার মধ্যে মাঝখানে বালিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকা বাদ দিয়ে বাকি এলাকায় ৩৮৬ কোটি টাকায় মেঘনার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এলাকাটি। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙন কবলিত এলাকা রক্ষা করা না হয়, তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এসব এলাকা। কয়েকশত বছরের পুরানো গ্রামটির বিশাল এলাকা ছিলো। মেঘনার ভাঙ্গনে গ্রামটির আয়তন সীমিত হয়ে আসছে। এইভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে অচিরেই মেহেন্দিগঞ্জের মানচিত্র থেকে গ্রামটি হারিয়ে যাবে। কিন্তু বিগত কোন সরকারই এই গ্রামটি রক্ষায় কোন পদক্ষেপ নেয়নি। গ্রামটিতে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছে। কিন্তু নদী ভাঙন অব্যাহত থাকায় এইসব পরিবারগুলো চরম দুশ্চিন্তায় পরেছেন। এখনই যদি বালিয়ায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষা করা না হয় তাহলে এসব পরিবারগুলোর বসতভিটা ভয়াল মেঘনায় বিলীন হয়ে যাবে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থাগ্রহনের পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।