
আতিকুর রহমান :মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মেহেন্দিগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক নলী মো. জামাল হোসেন, উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন, উত্তর জেলা তাঁতীদলের আহ্বায়ক ইউনুছ যুবায়ের, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈমুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকরুল ইসলাম সোহেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নান্নু বকশি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন, “মাতৃতুল্য বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন দেশপ্রেমিক নেতা। দেশের ও দলের জন্য তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। বর্তমান অস্থির সময়ে তার মতো অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল।” তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শোকসভা ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেসার উদ্দিন শফি, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জহিরুল ইসলাম মকিম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আলী হাওলাদার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সজিব বিশ্বাস, ওয়ালি উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ।
দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, মেহেন্দিগঞ্জের ইতিহাসে কোনো শোকসভায় এত বড় জনসমাগম আগে দেখা












