
মেহেন্দিগঞ্জে নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন অফিস উদ্বোধন ও কমিটি হস্তান্তর
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন অফিসের উদ্বোধন ও কমিটি হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী উলানিয়া লঞ্চঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ শফী উদ্দিন শফি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ,দপ্তর সম্পাদক মনজু মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে নৌ পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সংগঠনের শক্তিশালী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “শ্রমিকদের ঐক্যই সংগঠনের শক্তি—যত বেশি সংগঠিত হব, তত বেশি অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।”
এ সময় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে—
সভাপতি: মোহাম্মদ কবির হোসেন
কার্যকরী সভাপতি: মোহাম্মদ স্বপন হালদার
সাধারণ সম্পাদক: আতিকুর রহমান
এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদসহ মোট ৩১ সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নৌ পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে শ্রমিকদের কল্যাণে আরও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান।
উদ্বোধন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উপস্থিত সবাই নতুন কমিটির প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান ও উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।













