
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!
মেহেন্দিগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর থানা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় ওই মসজিদ মাঠে সমাবেশে অংশ গ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেন্দিগঞ্জ উপজেলা আমির মাওলানা সহিদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলার নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, পৌর আমির মাওলানা আমানউল্লাহ বাকের, নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুব আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ও মাওলানা ইব্রাহিম খলীল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আমানুল্লাহ, মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ, মাওলানা আমযাদ হোসাইন, হাফেজ শফিকুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসাইন, উলানিয়া দক্ষিন ইউনিয়নের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, চানপুর ইউনিয়নের আমীর ও ইসলামী ছাত্রশিবির সাবেক বরিশাল জেলা পশ্চিমের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল জব্বার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না, কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না। অর্থশালী কিংবা সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করতে পারবে না। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই এবং বিজয় নিয়ে ঘরে ফিরতে চাই, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা সহিদুল ইসলাম বলেন, এই দেশে সকল সৃষ্টিই আল্লাহর। আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করা হলে কেবল শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব—এ কথা জনগণ এখন বুঝতে পেরেছে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।




















