
ফরিদ সিকদার, মেহেন্দিগঞ্জঃ
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি,
সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি—
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে নানা আযোজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে বরিশাল ডিপিওডি”র উদ্যোগে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্র্যালি বের হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ আলম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, সমবায় কর্মকর্তা শেখ মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
পরে বরিশাল ডিপিওডি কার্যালয়ের হলরুমে প্রতিবন্ধীদের অংশ গ্রহনে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। এতে প্রতিবন্ধী নারী, শিশু ও বৃদ্ধরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম জাকারিয়া তৌহিদ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, বরিশাল ডিপিওডির পরিচালক রেহানা বেগম।













