
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
রোববার, ২৯ জুন ২০২৫
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘কেরাত প্রতিযোগিতা ২০২৫’। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিযোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান।
তিনি বলেন, “এই ধরনের আধ্যাত্মিক ও ধর্মীয় আয়োজন তরুণ প্রজন্মকে কোরআনের সুমধুর তিলাওয়াতের প্রতি আগ্রহী করে তোলে। বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং এ ধরণের আয়োজনকে উৎসাহিত করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার প্রথিতযশা আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় হাজীগণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা কেরাতকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরো আয়োজনটি পরিচালনায় ছিল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, তারা বলেন—এই আয়োজনের মাধ্যমে সমাজে ইসলামী শিক্ষার প্রচার ও ধর্মীয় চেতনার জাগরণ ঘটবে।”
এমন মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও ধর্মপ্রাণ মুসলমানগণ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।