মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে “প্রতিনিধি সভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫ইং) মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান, হিজলা-মেহেন্দিগঞ্জ বিএনপির অভিভাবক, বরিশাল-৪ আসনের ধানের শীষের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও জননন্দিত নেতা জনাব রাজিব আহসান ভাই।
আয়োজনে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দিপেন জমদ্দার । সভায় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, অবহেলিত হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর মুক্তির একমাত্র পথ ধানের শীষের বিজয়। বিএনপির প্রতিটি কর্মীকে গণমানুষের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিনিধি সভাটি মেহেন্দিগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতারা।