বরিশাল প্রতিনিধি ॥
২১সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল উত্তর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের জনপ্রিয় ব্যক্তিত্ব মানবিক নেতা এডভোকেট এম. হেলাল উদ্দিনের হাত ধরে আবারও পূর্ণ হলো এলাকার মানুষের স্বপ্ন।
দীর্ঘ ১৭ বছর ধরে দলীয় আন্দোলন-সংগ্রাম হোক বা করোনা মহামারির কঠিন সময়, তিনি নিরলসভাবে মানুষের পাশে থেকেছেন। মানবিক এই নেতা শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সামাজিক ও ধর্মীয় খাতে অসামান্য অবদান রেখে ইতোমধ্যেই এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তার উদ্যোগে বিদেশি দাতব্য সংস্থা ও বিভিন্ন সংগঠনের সহায়তায় ইতোমধ্যে ২১টি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করা হয়েছে। সর্বশেষ ২২তম মসজিদ নির্মাণের সূচনা হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের জাদুয়া গ্রামের চানগাজি রাড়ী বাড়ি জামে মসজিদে। ২১ সেপ্টেম্বর, রবিবার নবনির্মিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মসজিদ নির্মাণ কাজের পৃষ্ঠপোষকতা করছে প্রোগ্রেসিভ সোসাইটি অফ বাংলাদেশ। এ উপলক্ষে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, এডভোকেট এম. হেলাল উদ্দিনের হাত ধরে এলাকায় শুধু রাজনৈতিক পরিবর্তনই নয়, ধর্মীয় ও সামাজিক উন্নয়নের জোয়ার বইছে। মসজিদ নির্মাণের এই ধারাবাহিকতা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।
এডভোকেট এম. হেলাল উদ্দিন বলেন,
"মেহেন্দিগঞ্জ-হিজলার মানুষ আমার শক্তি। তাদের জন্য আমার কাজ কখনো থামবে না। শিক্ষা, ধর্ম, উন্নয়ন—সকল ক্ষেত্রে আমি পাশে থাকতে চাই।"
বরিশাল-৪ আসনের মানুষের জন্য মানবিক এই নেতার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।