, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও আহলে বাইত এর স্বরণে পুরান ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  কেরানীগঞ্জে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেফতার : বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন : পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা  কেরানীগঞ্জে ফোম কারখানায় আগুন ঢাকায় ইন্টারন্যাশনাল তুগুজকুমালাক ডে উদযাপন: গোসাইরহাটে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন: ভিপি-জিএস-এজিএস তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্যানেলের জয় সুদূর প্রবাসে থেকেও বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ নেতা রবিউল খন্দকার আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে–আলহাজ্ব আমান উল্লাহ আমান  জিয়া সাইবার ফোর্স জেডসিএফ-এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে সাবেক সেনা ও নৌ সদস্যের পরিবারকে বাড়িছাড়া করার চেষ্টা: মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৭ পড়া হয়েছে

Oplus_0

 

বিশেষ প্রতিনিধি

দেশরক্ষায় যাদের সাহস ছিল বন্দুকের নলের সামনে দাঁড়ানোর, আজ সেই বীরদের পরিবার চরম নিরাপত্তাহীনতায়, আতঙ্কে আর অশ্রুতে দিন কাটাচ্ছেন নিজেদের ভিটেমাটিতে। বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর গ্রামের দুই বীর সন্তান—সাবেক সেনা সদস্য হাফিজ উদ্দিন (বাবর পোদ্দার)

ও সাবেক নৌবাহিনীর সদস্য এম এস দৌলা (সিরাজ পোদ্দার)

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় এক আবেগঘন সংবাদ সম্মেলনে তুলে ধরেন তাদের অসহায়তা ও বিচারপ্রার্থিতা।

 

তাদের ভাষায়, একই বাড়ির মোকসেদ পোদ্দার ও তার ছেলে একাধিক মামলার আসামি সন্ত্রাসী জাহিদুল ইসলাম (ডিকেন) পোদ্দার, পৈত্রিক সূত্রে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। জমি রক্ষার চেষ্টা করলেই তারা উল্টো হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সিরাজ পোদ্দার কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়েছি, এখন নিজের ঘরে লড়তে হচ্ছে টিকে থাকার জন্য। মোকসেদ ও ডিগেন আমাদের উৎখাত করতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, থানায় অভিযোগ দিয়েও বিচার পাইনি।”তিনি আরও বলেন,“এটি কেবল জমি দখলের লোভ নয়—এটি আমাদের সম্মানহানির, দেউলিয়া করে দেওয়ার, এবং সামাজিকভাবে ভেঙে দেওয়ার গভীর ষড়যন্ত্র।”

 

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিপক্ষ একাধিকবার প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে মানহানির করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মীমাংসার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে তাদের অনমনীয় ও হিংস্র আচরণের কারণে।

 

বাবর পোদ্দার বলেন,“আমরা আইন মানি, শান্তিপ্রিয় মানুষ। কিন্তু কেউ যদি বারবার বাড়ি দখল করতে আসে, আমাদের বাচ্চাদের ভয় দেখায়—তাহলে চুপ করে থাকা যায় না। আমরা এখন শুধু রাষ্ট্রের কাছে একটাই দাবি রাখি—ন্যায়বিচার।”

 

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী বলেছেন,

“যদি দেশের সেবাদানকারী পরিবার নিরাপত্তাহীনতায় থাকে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

জনপ্রিয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও আহলে বাইত এর স্বরণে পুরান ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মেহেন্দিগঞ্জে সাবেক সেনা ও নৌ সদস্যের পরিবারকে বাড়িছাড়া করার চেষ্টা: মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

 

বিশেষ প্রতিনিধি

দেশরক্ষায় যাদের সাহস ছিল বন্দুকের নলের সামনে দাঁড়ানোর, আজ সেই বীরদের পরিবার চরম নিরাপত্তাহীনতায়, আতঙ্কে আর অশ্রুতে দিন কাটাচ্ছেন নিজেদের ভিটেমাটিতে। বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর গ্রামের দুই বীর সন্তান—সাবেক সেনা সদস্য হাফিজ উদ্দিন (বাবর পোদ্দার)

ও সাবেক নৌবাহিনীর সদস্য এম এস দৌলা (সিরাজ পোদ্দার)

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় এক আবেগঘন সংবাদ সম্মেলনে তুলে ধরেন তাদের অসহায়তা ও বিচারপ্রার্থিতা।

 

তাদের ভাষায়, একই বাড়ির মোকসেদ পোদ্দার ও তার ছেলে একাধিক মামলার আসামি সন্ত্রাসী জাহিদুল ইসলাম (ডিকেন) পোদ্দার, পৈত্রিক সূত্রে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। জমি রক্ষার চেষ্টা করলেই তারা উল্টো হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সিরাজ পোদ্দার কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়েছি, এখন নিজের ঘরে লড়তে হচ্ছে টিকে থাকার জন্য। মোকসেদ ও ডিগেন আমাদের উৎখাত করতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, থানায় অভিযোগ দিয়েও বিচার পাইনি।”তিনি আরও বলেন,“এটি কেবল জমি দখলের লোভ নয়—এটি আমাদের সম্মানহানির, দেউলিয়া করে দেওয়ার, এবং সামাজিকভাবে ভেঙে দেওয়ার গভীর ষড়যন্ত্র।”

 

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিপক্ষ একাধিকবার প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে মানহানির করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মীমাংসার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে তাদের অনমনীয় ও হিংস্র আচরণের কারণে।

 

বাবর পোদ্দার বলেন,“আমরা আইন মানি, শান্তিপ্রিয় মানুষ। কিন্তু কেউ যদি বারবার বাড়ি দখল করতে আসে, আমাদের বাচ্চাদের ভয় দেখায়—তাহলে চুপ করে থাকা যায় না। আমরা এখন শুধু রাষ্ট্রের কাছে একটাই দাবি রাখি—ন্যায়বিচার।”

 

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী বলেছেন,

“যদি দেশের সেবাদানকারী পরিবার নিরাপত্তাহীনতায় থাকে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।