
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং (চরহোগলা) ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম সিকদার ও সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করেন, পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন জসিম মুন্সি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সেন্টু জমাদ্দার।
সহ-সভাপতি পদে দুলাল খান, ফারুক হাওলাদার, মানিক বাছার। সহ-সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হককে নির্বাচিত করা হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আরিফ কাইত, সহ-সাংগঠনিক পদে মাহাবুব বাছারকে নির্বাচিত করা হয়। নির্বাহী সদস্য পদে লিটন রাড়ী, আইয়ুব আলী হাওলাদার, বাদশা সিকদার, কালু বেপারী, ফারুক মাঝি, জাফর বাছার, সেকুল বাছার, জুয়েল বেপারি, বেল্লাল দেওয়ান, শামীম মাঝি, বেল্লাল আকন, সজিব বেপারি ও ইউনুস সিকদারকে নির্বাচিত করা হয়।




















