আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, একটা দল ভোট চেয়ে মিথ্যা বলে জান্নাতের টিকেট বিক্রি করছে। তারা ভোট চায় আর বলে একটা মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন। জনগন সব বুঝে, এসব কথায় কান দিবে না।
আজ ( ১২ অক্টোবর) রবিবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের মধুচর এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা পিআর করে,তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তারা গণতন্ত্রের পরিপন্থী। তারা নির্বাচন চায় না। নির্বাচন হলে তাদের কর্তিত থাকবে না। তিনি আরও বলেন ২০২৬ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কেউ বানচাল করতে পারবে না। তিনি আরও বলেন, খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা বিগত বছরে ভোট দিতে পারেন নাই। দিনের ভোট হতো রাতে। এবার দিনের ভোট দিনেই হবে। আপনারা প্রস্তুতি নেন ভোট দিতে। মা-বোনেরা যার যার স্বামীকে সাথে নিয়ে ধানের শীষের প্রচার প্রচারনায় পাড়ায় পাড়ায়,মহল্লা মহল্লায় ঘুরে বেড়াবেন। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে। কেরাণীগঞ্জ হয়রতপুর মধুচর হোগলগাথি আমার মামা বাড়ি । জীবনের ছোট বেলার অধিকাংশ সময় কেটেছে। অনেক স্মৃতি আমার মনে পড়ে। যখন এই গ্রামটি বিছিন্ন ছিলো, তখনই গ্রামটির যোগাযোগ উন্নতি হয়েছে, বিদ্যুৎ গ্যাস সবই দিয়েছি। আগামীতে বিএনপি সরকার গঠন করিলে তারেক রহমান সাহেবকে বলে মধুচর হযরতপুর ব্রীজ নির্মাণ করা হবে।
হয়রতপুর বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা মডেল শাখার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, সহসভাপতি মো নাজিম, মোজ্জামেল হোসেন, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, মডেল থানা বিএনপির কোষাধাক্ষ তারেক ইমাম বাবুল, হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা প্রমূখ।