
হিজলা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় হিজলা উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সাংসদ বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল খালেক হাওলাদার । হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার । বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ওয়াহিদ হারুন । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা হেমায়েত হোসেন সোহরাব । হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাহউদ্দিন রিমন । হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল । বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন । বরিশাল জেলা উত্তর জাসাসের সহ সভাপতি এবং সাবেক ছাত্রনেতা হিজলা ডিগ্রী কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির । হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাওয়া নূর চৌধুরী সহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় মেজবাহ উদ্দিন ফরহাদ কাউরিয়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন , যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা হবে । আগামী দিনে হিজলার মাটিতে কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ চাঁদাবাজদের স্থান।

























