বরিশাল জেলা কমিটির সেরা সেক্রেটারি হিসাবে নির্বাচিত হওয়ায় সবুজ বাংলাদেশ পরিবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।
আপনার নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং অক্লান্ত পরিশ্রম আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার দূরদর্শিতা, মেধা ও কর্মপ্রচেষ্টা আমাদের পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও বেগবান করবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনার এই অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা কামনা করি আপনি আগামীতেও সততা, দায়িত্ববোধ ও অঙ্গীকার নিয়ে সবুজ বাংলাদেশের পতাকাবাহী হিসেবে পরিবেশ রক্ষার কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।
সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য শুভকামনা।
— সবুজ বাংলাদেশ, বরিশাল জেলা কমিটি 🌿