
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শরিকল ইউনিয়নের প্রজ্ঞাবান শিক্ষক নজরুল ইসলাম তালুকদার (মাস্টার) মৃত্যুতে গভীর শোক প্রকাশ।
গত ১ লা ডিসেম্বর রোজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক ও ব্যথা প্রকাশ করেছেন।
দীর্ঘ বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে নজরুল ইসলাম তালুকদার অগণিত শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলি তাঁকে এলাকার সর্বত্র শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান স্মরণে রাখবে মহিষা, সাকোকাঠি, শাহাজিরা ও বর্তমান শরিকল ইউনিয়নের মানুষ।
হঠাৎ এই প্রিয় শিক্ষকের প্রস্থানকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করে এলাকাবাসী বলেন, একজন বিদ্বান, নীতিবান ও মহানুভব ব্যক্তিত্বকে হারালো শরিকল ইউনিয়ন। তাঁর শূন্যতা পরিবার, শিক্ষাঙ্গন এবং সমাজের জন্য দীর্ঘদিন বেদনাদায়ক হয়ে থাকবে।
মরহুমের পরিবারবর্গ, ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।













