
সকল ধর্মের লোকদের নিরাপত্তা পাওয়ার সম-অধিকার রয়েছে–আলহাজ আমান উল্লাহ আমান
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, সকল ধর্মের লোকদের নিরাপত্তা পাওয়ার সম-অধিকার রয়েছে বাংলাদেশে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই।
আমান উল্লাহ আমান আরও বলেন , দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে মন্দির পাহারা দেবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনও নিরাপত্তায় থাকবে। ফলে আপনারা শান্তিপূর্ণভাবে এবারের দুর্গোৎসব পালন করতে পারবেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা করেছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। তাই আমাদের সবাইকে আগামী বছরের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা জনগনের পাশে থেকে জনগনের খেদমত করতে চাই। এই নির্দেশ এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে।
আজ মঙ্গলবার (৩০সেপ্টেম্বর ) বিকাল ৬টায় মঙ্গলবার রাতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কোনাখোলা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন তারেক রহমান বলেছেন, “ধর্ম যার যার, নিরাপত্তার পাওয়ার অধিকার সবার”। “ধর্ম যার যার রাষ্ট্র সবার”। তাই কেরাণীগঞ্জে প্রতিটা পূজা মন্ডপে তিন সিফটে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাথে বিএনপির নেতা কর্মীরাও পাহারায় থাকবে। দুর্গা উৎসব যতদিন চলবে, ঠিক ততদিন বিএনপি’র নেতা কর্মীরা আপনাদের পাহারা দিবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কেরাণীগঞ্জ থেকে ধানের শীর্ষ বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি আরও বলেন,বছিলা থেকে মোহাম্মদ পুর পর্যন্ত রাস্তা আমি করে দিয়েছি। কেরাণীগঞ্জের মানুষ মনে প্রানে বিএনপিকে ভালবাসে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি কেরানীগঞ্জের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বীদের সকলের খোঁজ খবর নেন। পরে তিনি বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানান। আগামীতে বিএনপি যদি সরকার গঠন করলে, প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস থাকবে। কেরাণীগঞ্জ সম্পর্কে বলেন, আপনাদের নিয়ে কেরাণীগঞ্জকে একটি গ্রীন সিটি বানাবো। কেরানীগঞ্জকে এমন সুন্দর ভাবে সাজানো হবে যেখানে থাকবে না চাঁদাবাজ, অন্যায়, অবিচার থাকবে না কোন মাদক,থাকবে না কোন ভূমি দখল। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে ঢাকা ২ আসনের মডেল থানায় সকল এলাকায় ইনশাআল্লাহ রাস্তাঘাট ঠিক করে দেওয়া হবে। তিনি আরো বলেন জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষে ভোট দিবেন।
কেরাণীগঞ্জ মডেল থানা পূজা মণ্ডপের সভাপতি নিতেন বর্মণ-এর সভাপতিত্বে আমান উল্লাহ আমান আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে কেরাণীগঞ্জ থেকে বিএনপির প্রার্থী ধানের শীষের মার্কা নিয়ে বিপুল ভোটে পাস করবে।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, বিএনপি নেতা শামসুল ইসলাম লিটন, তারেক ইমাম বাবুল, সেলিম রেজা, মো. ফিরোজ মিয়া, বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সামসুল ইসলাম, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবক দলের আহ্বায়ক মহসিন কবীর, জাসাস নেতা সাফায়েত হোসেন প্রমুখ।




















