
নিজস্ব প্রতিবেদক :-
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মেজবাহ উদ্দিন ফরহাদকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি চরম উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও অনুসারীদের অবহিত করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন—
একটি অজ্ঞাত নাম্বার থেকে আমাকে ফোন করে আমার রাজনৈতিক কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতোমধ্যে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করি আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
তাঁর এ স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির অনেক নেতাই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, মেজবাহ উদ্দিন ফরহাদ দীর্ঘদিন ধরে বরিশাল-৪ আসনে বিএনপির রাজনীতির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দলের একনিষ্ঠ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে তাঁকে ঘিরে দলীয় তৃণমূল ও কর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ রয়েছে। অনেকেই মনে করছেন, এই জনপ্রিয়তাকেই ভয় পেয়েই তাঁর বিরুদ্ধে এ ধরনের হুমকি দেওয়া হতে পারে।
থানার জিডির বিস্তারিত:
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার একটি সূত্র জানিয়েছে, মেজবাহ উদ্দিন ফরহাদ জিডিতে উল্লেখ করেছেন যে, অজ্ঞাত একটি মোবাইল নাম্বার থেকে তাঁকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও তাকে রাজনীতি থেকে সরে যেতে চাপ দেওয়া হয়েছে। জিডি নম্বর ও ফোন নম্বর খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।
বিএনপির প্রতিক্রিয়া:
বরিশাল ৪ আসনের নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা এক বিবৃতিতে বলেন,
সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ একজন সৎ, নির্লোভ ও দেশপ্রেমিক রাজনীতিক। তাঁর মতো একজন গুণী ও অভিজ্ঞ নেতাকে হুমকি দিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি করছি, অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এদিকে ফরহাদ সাহেবের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে সাহস ও সমর্থন জানাচ্ছেন। তাঁরা হুমকিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মেজবাহ উদ্দিন ফরহাদ ২০০৯-২০১৪ মেয়াদে জাতীয় সংসদে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।