
আতিকুর রহমান
ঢাকা প্রতিনিধি:-
কেরানীগঞ্জের মির্জাপুরে মহা সপ্তমী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী।
অনুষ্ঠানটি সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,
সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চয় করলে হুমকির মুখে পড়বে স্বাধীনতা-গণতন্ত্র।“শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অটুট প্রতীক।”নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে আমাদের দেশের জনগণ সচেতন। তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
এছাড়াও শারদীয় দুর্গাপূজার সপ্তমী উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মির্জাপুর বাসায় ১৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এবং এ আয়োজনে সকল ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান।তিনি বলেন,আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি উল্লেখ করেন যে, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে এসেছে এবং অবশেষে অন্তবর্তী সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে, তা দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ খোলার সুযোগ। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না। তারা বহুল প্রত্যাশিত প্রতিষ্ঠার জন্য ভোট প্রয়োগ করতে চায়।
এ সময় এ্যাড. নিপুন রায় চৌধুরী বলেন, “এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরো বলেন, ‘‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু-মুসলমান-খ্রিস্টান সবাই উৎসবের আমেজে মেতে উঠেছে।’’তিনি বলেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।উপস্থিতদের উদ্দেশ্যে তিনি বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে সমাজের সব সম্প্রদায়কে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করা উচিত।
তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক সহায়তার মাধ্যমে সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করা সম্ভব। এই ধরনের উদ্যোগ আমাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা অনুধাবন করায় সাহায্য করে।”স্থানীয় বিএনপি নেতাকর্মী, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং সুধীজনদের উপস্থিতিতে প্রীতিভোজ পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, মোকাররম হোসেন সাজ্জাদ, পাভেল মোল্লা,সম্মানিত সদস্য মাহাবুব আলম মামুন,প্রমুখ নেতৃবৃন্দ।




















