আতিকুর রহমান:-
সামাজিক উন্নয়ন, মানবসেবা এবং যুব কল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা রেখে আসা “সূর্য তরঙ্গ যুব সেবা সংঘ”-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
দুই বছরের (২০২৫-২০২৭) মেয়াদের জন্য গঠিত এ কমিটিতে নেতৃত্ব পেয়েছেন এলাকার একঝাঁক উদ্যমী, সক্রিয় ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ তরুণ।
নির্বাহী পরিচালক মোঃ আল আমিন ও তিন উপদেষ্টার সর্বসম্মতিক্রমের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, নতুন কমিটির নেতৃত্বে সূর্য তরঙ্গ যুব সেবা সংঘ আগামীতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও তরুণদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, “যুব সমাজকে সেবামূলক কাজে সম্পৃক্ত করে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। সকলের সহযোগিতা পেলে সূর্য তরঙ্গ যুব সেবা সংঘ দেশের একজন সচেতন নাগরিক তৈরিতে ভূমিকা রাখতে পারবে।
সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন নতুন কমিটির প্রতি আস্থা রাখায় সদস্যদের ধন্যবাদ জানান এবং সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, উপদেষ্টা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির ঘোষণায় সংগঠনের সদস্য ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসাহের আমেজ বিরাজ করছে।