, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার মৃত্যুদন্ড রায়ের পর মিষ্টি বিতরণে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার: ঢাকায় অবস্থানরত হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বাধীন সংবাদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নূরুল হক নূরকে আমন্ত্রণ বরিশাল-৫ এ প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন লায়ন উমার রাযী আজিমপুর কবরস্থানের দুর্ধর্ষ  চাঁদাবাজ আরমান গ্রেপ্তার ঢাকা-৩ আসনে অধ্যক্ষ শাহীনুর ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবায় ভিড় এলাকাবাসীর জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা,ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই’– আমান উল্লাহ আমান  লোহজং থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামানের সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

সৈয়দপুরে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান জবরদখলের অভিযোগ   

  • প্রকাশের সময় : ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৭ পড়া হয়েছে

 

 

তৌসিফ রেজা (সৈয়দপুর), নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুরে দোকান ঘর আত্মসাতের অপচেষ্টা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মুন্সিপাড়ার মোছা. সাফতার বেগমের পরিবার।

লিখিত বক্তব্য পাঠ করেন তার নাতি, যিনি জানান ১৯৭৫ সালের ৩১ জানুয়ারি শেরেবাংলা সড়কের পশ্চিম পার্শ্বে রেললাইন সংলগ্ন মুন্সিপাড়া এলাকার ৬৯৪ নম্বর প্লটে ৯৯০ বর্গফুট আয়তনের রেলওয়ের বাণিজ্যিক জায়গা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্থাপনের জন্য বরাদ্দ নেন মঈন উদ্দিন।

 

পরবর্তীতে ১৯৯৮ সালের ২৫ সেপ্টেম্বর ওই জায়গা সৈয়দপুর পৌরসভার আওতায় আসায়, পৌরসভার কাছ থেকে ৩৫ বছরের জন্য নববরাদ্দ নিয়ে ‘মঈন লেদ মেশিন’ নামে ব্যবসা শুরু করেন তিনি। পরে টিনসেড দোকান ঘর ভেঙে নির্মাণ করেন আধুনিক মার্কেট ‘মঈন ম্যানশন’।

 

অভিযোগ অনুযায়ী, সেখানে দুটি দোকান ভাড়া নেন মুন্সিপাড়ার মৃত ভোলা মিয়ার ছেলে আশরাফ হোসেন। তিনি দীর্ঘদিন নিয়মিত ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করলেও চুক্তির মেয়াদ শেষে দোকান দুটি না ছাড়ার পাশাপাশি কৌশলে সেগুলো নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন বলে মালিক পক্ষের দাবি।

 

পরিবারটির অভিযোগ, আশরাফ হোসেন রেলওয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ৩৭৮ বর্গফুট জায়গা নিজের নামে লিজ নেওয়ার উদ্যোগ নেন এবং দোকান দুটি নিজের দাবি করে আদালতে দুটি মামলা (নং ৪৯৩/২৪ ও ৮১/২৫) দায়ের করেন। এ মামলাগুলো বর্তমানে নীলফামারী জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শেষে আশরাফ হোসেনের লিজ আবেদন বাতিল করে মঈন উদ্দিনের নামে পুনর্বহাল করে এবং চলতি বছর লিজ নবায়নও করা হয়। তবুও আশরাফ হোসেন দোকান ঘর ছাড়তে অস্বীকৃতি জানিয়ে মালিক পক্ষকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে দাবি করেন তারা।

 

পরিবারটি আরও জানায়, দোকান ঘর ছাড়ার অনুরোধ করলে আশরাফ হোসেন নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, যার কারণে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা নিজস্ব দোকান ঘরের দখল ও ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদন্ড রায়ের পর মিষ্টি বিতরণে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু

সৈয়দপুরে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান জবরদখলের অভিযোগ   

প্রকাশের সময় : ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

 

তৌসিফ রেজা (সৈয়দপুর), নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুরে দোকান ঘর আত্মসাতের অপচেষ্টা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মুন্সিপাড়ার মোছা. সাফতার বেগমের পরিবার।

লিখিত বক্তব্য পাঠ করেন তার নাতি, যিনি জানান ১৯৭৫ সালের ৩১ জানুয়ারি শেরেবাংলা সড়কের পশ্চিম পার্শ্বে রেললাইন সংলগ্ন মুন্সিপাড়া এলাকার ৬৯৪ নম্বর প্লটে ৯৯০ বর্গফুট আয়তনের রেলওয়ের বাণিজ্যিক জায়গা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্থাপনের জন্য বরাদ্দ নেন মঈন উদ্দিন।

 

পরবর্তীতে ১৯৯৮ সালের ২৫ সেপ্টেম্বর ওই জায়গা সৈয়দপুর পৌরসভার আওতায় আসায়, পৌরসভার কাছ থেকে ৩৫ বছরের জন্য নববরাদ্দ নিয়ে ‘মঈন লেদ মেশিন’ নামে ব্যবসা শুরু করেন তিনি। পরে টিনসেড দোকান ঘর ভেঙে নির্মাণ করেন আধুনিক মার্কেট ‘মঈন ম্যানশন’।

 

অভিযোগ অনুযায়ী, সেখানে দুটি দোকান ভাড়া নেন মুন্সিপাড়ার মৃত ভোলা মিয়ার ছেলে আশরাফ হোসেন। তিনি দীর্ঘদিন নিয়মিত ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করলেও চুক্তির মেয়াদ শেষে দোকান দুটি না ছাড়ার পাশাপাশি কৌশলে সেগুলো নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন বলে মালিক পক্ষের দাবি।

 

পরিবারটির অভিযোগ, আশরাফ হোসেন রেলওয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ৩৭৮ বর্গফুট জায়গা নিজের নামে লিজ নেওয়ার উদ্যোগ নেন এবং দোকান দুটি নিজের দাবি করে আদালতে দুটি মামলা (নং ৪৯৩/২৪ ও ৮১/২৫) দায়ের করেন। এ মামলাগুলো বর্তমানে নীলফামারী জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শেষে আশরাফ হোসেনের লিজ আবেদন বাতিল করে মঈন উদ্দিনের নামে পুনর্বহাল করে এবং চলতি বছর লিজ নবায়নও করা হয়। তবুও আশরাফ হোসেন দোকান ঘর ছাড়তে অস্বীকৃতি জানিয়ে মালিক পক্ষকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে দাবি করেন তারা।

 

পরিবারটি আরও জানায়, দোকান ঘর ছাড়ার অনুরোধ করলে আশরাফ হোসেন নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, যার কারণে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা নিজস্ব দোকান ঘরের দখল ও ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।