স্বাধীন সংবাদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নূরুল হক নূরকে আমন্ত্রণ
নিউজ ডেস্ক:-
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট নূরুল হক নূরের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আনজার শাহ। এ সময় তিনি পত্রিকাটির আসন্ন ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের বিশেষ দাওয়াতনামা নূরুল হক নূরের হাতে তুলে দেন।
দাওয়াতনামা গ্রহণকালে আন্তরিকতার সাথে সাংবাদিক মো. আনজার শাহকে নূরুল হক নূর বলেন, "স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বিশেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, ইনশাআল্লাহ।" তিনি পত্রিকার দীর্ঘ পথচলা এবং সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের প্রশংসা করেন।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৯ নভেম্বর, শনিবার, রাজধানীতে সারাদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিশেষ দিনে "ত্রয়োদশ নির্বাচন ২০২৬" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য রূপরেখা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যতম আকর্ষণ হবে "গুণীজন সম্মাননা পদক-২০২৫" প্রদান অনুষ্ঠান। সমাজসেবা, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের এই সম্মাননা প্রদান করা হবে। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ আয়োজন থাকবে।
গত ২২ বছর ধরে নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশনে নিবেদিত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকাটি জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পত্রিকার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশিত। সাংবাদিকতার মান উন্নয়ন এবং সমাজ সচেতনতা সৃষ্টিতে পত্রিকাটির ভূমিকা সর্বজনস্বীকৃত।
অনুষ্ঠান সংগঠকরা জানিয়েছেন, ২৯ নভেম্বরের এই বিশেষ দিনটি হবে সাংবাদিকতা, রাজনীতি ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ সৃষ্টি হবে এই অনুষ্ঠানে।