
হাছান আলী সিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন হাওলাদার
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক শ্রমিক দল সভাপতি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি ও বিশিষ্ট ব্যক্তি হাছান আলী সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন হাওলাদার।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “হাছান আলী সিকদার একজন সৎ, নীতিবান এবং জনদরদী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।”
উল্লেখ্য, হাছান আলী সিকদার এলাকার একজন জনপ্রিয় ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সকলের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।