এস এম মনির হোসাইনঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের মৌলভীরহাট, কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাঠে মতবিনিময় সভা করেন রাজিব আহসান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ২৩৮ টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন। যাহার মধ্যে বরিশাল-৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের মনোনয়ন দেয়া হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানকে।
মনোনয়ন ঘোষণার পরপরই হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাপক জনসংযোগ করেন তিনি। এই দুই উপজেলার শিক্ষক সমাজ, নারী সমাজ, স্থানীয় ব্যবসায়ী, ইমাম, মোয়াজ্জিন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মতবিনিময় করেন তিনি। রাজিব আহসান বেশ অল্পদিনের মধ্যে স্থানীয় জনসাধারণের মনে চাঞ্চল্য সৃষ্টি করেন।
মতবিনিময়ে সভায় বক্তব্য রাজিব আহসান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকালে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করব প্রয়োজনে আমাকে প্রতিটি ভোটারের কাছে নিয়ে যাবেন জনগণের কল্যাণ ভোট প্রার্থনা করবেন।হিজলা মেহেন্দিগঞ্জ আসনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ।
পাশাপাশি নির্বাচনী আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় করার কথা থাকলেও স্থানীয় সাধারণ হাজারো জনতার উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসভায় পরিনত হয়ে যায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপি'র সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী গন।