আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
রাজধানীর ৩৫ নম্বর ওয়ার্ডের ৮৮নং গোয়াল নগর লেনে সংঘর্ষের ঘটনায় আব্দুল আলিম সজীব নামের এক যুবক মারা গেছেন। এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগের স্থানীয় নেতা মহিউদ্দিনের নেতৃত্বাধীন একটি গ্রুপের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শিক্ষার্থী আব্দুল আলিম সজীবকে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত মহিউদ্দিনের অনুসারীরা মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের অভিযোগ, কবি নজরুল কলেজের সাবেক সভাপতি মহিউদ্দিনের ‘সন্ত্রাসী বাহিনী’ পরিকল্পিতভাবে সজীবের ওপর হামলা চালিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলছে।