প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৯:৪২ পি.এম
৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | মোঃ আনোয়ার হোসেন
তারিখ: ৬ আগস্ট ২০২৫ | ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডকে পুনরায় ঢাকা-৭ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমানে কামরাঙ্গীরচর থানার আওতাধীন ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তিনটি এলাকার মধ্যে পূর্বে সবগুলোই ঢাকা-৭ আসনের অংশ ছিল। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের আমলে কোনও গণশুনানি ছাড়াই এলাকাগুলোকে কেরানীগঞ্জের অন্তর্গত ঢাকা-২ আসনে যুক্ত করা হয়। এতে এলাকাবাসী প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসে ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড পুনরায় ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত হলেও ৫৫ নম্বর ওয়ার্ডকে স্থানান্তর করা হয়েছে ঢাকা-১০ আসনে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
মানববন্ধনে বক্তারা জানান, তারা তিনটি ওয়ার্ডকে একই আসনে দেখতে চান। এ দাবির পক্ষে ইতোমধ্যে এলাকার শত শত নাগরিকের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনির হোসেন মানববন্ধনে উপস্থিত থেকে এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এই দাবি ন্যায্য। আমি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহায়তা করব।”
আন্দোলনকারীরা বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে ৫৫ নম্বর ওয়ার্ডকে পুনরায় ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত না করা হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত