মোঃ আতিকুর রহমান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী করতে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর রাজলক্ষীতে কৃষকদলের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন।
সভায় তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৃষকদলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থেকে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকদলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি তথা কৃষকদলের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে প্রত্যেক ইউনিয়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।
সভা শেষে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন কৃষকদলের নেতারা।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দিপেন জমদ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সকলে মিলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।