মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
আজ ৮ নভেম্বর, শনিবার, সকাল ১১টায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের নেতৃত্বে বিশাল এই শোভাযাত্রাটি মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন—এদিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। তারা জিয়া নেতৃত্বের জাতীয় চেতনা ও বিপ্লবের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শোভাযাত্রায় পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।