
নিজস্ব প্রতিবেদক:
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টি, দখল, সন্ত্রাস, চাঁদাবাজি রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডা. এম ইসলাম বাদল তালুকদার, (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ) এর সভাপতিত্বে, জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এর সাধারণ সম্পাদক লায়ন সোলায়মান তালুকদারের সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। মব, সৃষ্টি ,খুন, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব চলছে। এই অবস্থার অবসান ঘটাতে হলে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার গঠনই একমাত্র সমাধান।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি,মোঃ রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপি,অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা,ডা. কাজী মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি,মোঃ মনির আহমেদ মনা,উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ ,বাদল সরদার, সাবেক কাউন্সিলর ও সাবেক সাধারণ সম্পাদক যাত্রাবাড়ী থানা বিএনপি,ইসমাইল হোসেন সিরাজী, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য,আনিচুর রহমান, সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
সভায় বক্তারা বলেন, “সরকার আজ জনগণের সব অধিকার হরণ করে, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রেখে দেশ চালাচ্ছে। হত্যা-গুম, চাঁদাবাজি, নারী নির্যাতন, দখলদারিত্ব, মাদক—সবই যেন স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”
অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা গণমানুষের রাজনীতি করি, তারা কখনো ভয় পাই না, পিছপাও হই না। বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) এলাকার জনগণের সঙ্গে আমিও এই আন্দোলনের অংশ।”
সভা শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।