
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী কনস্টেবল কর্তৃক পুরুষ কনস্টেবল এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ:
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী কনস্টেবল কর্তৃক পুরুষ কনস্টেবল এর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংক্রান্তে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদ অত্র অফিসের দৃষ্টিগোচর হয়েছে।
উল্লেখিত নারী কনস্টেবল এবং পুরুষ কনস্টেবল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। গত ১৯/০৮/২০২৫ খ্রিঃ উক্ত নারী কনস্টেবল অফিসার ইনচার্জ দক্ষিন কেরানীগঞ্জ থানার নিকট অভিযোগ করেন যে, অভিযুক্ত পুরুষ কনস্টেবল তাকে ০৫ মাস যাবৎ বিয়ের প্রলোভন দেখিযে ধর্ষণ করে আসছে। অফিসার ইনচার্জ এর নিকট থেকে তথ্য প্রাপ্ত হয়ে ঢাকা জেলার পুলিশ সুপার তাৎক্ষনিকভাবে ঘটনায় সম্পৃক্ত পুলিশ সদস্যদ্বয়কে পুলিশ লাইনে সংযুক্ত করেন এবং ঘটনাটি তদন্তের নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন এবং এই বিষয়ে তিনি ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।
বাংলাদেশ পুলিশ একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী । পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। উল্লেখিত ঘটনায় অভিযুক্ত দোষীসব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং অন্যান্য আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আসিফ চৌধুরী
২১:০৮:২৫