
ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল, গুলি ও মাদকসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অদ্য ০৩/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেকরোজবাগ এলাকায় ১০গ্রাম কবরস্থানের বামের গলিতে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদক এবং আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত গোপন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর, র্যাব-১০ দ্রুত সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট অভিযান পরিচালনার লক্ষ্যে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেকরোজবাগ ১০গ্রাম কবরস্থানের বামের গলিতে মো: সাহিদ (৪৬) এর তিন তলা ভবনের নিচে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মো: সাহিদ নামে একজনকে গ্রেফতার করে।পালানোর কারন জানতে চাওয়ায় তার কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে। আসামি মো: সাহিদের তথ্য মতে তিন তলা ভবনের নিচ তলায় পুরাতন মুরগীর খামারে রক্ষিত ০২টি ম্যাগজিনসহ ০২টি বিদেশী পিস্তল ০৩ রাউন্ড গুলি এবং খামারের অপর কোনায় রক্ষিত ০১ লোহার চাইনিজ কুড়াল, ০১টি নোজ প্লাস, ০১ টি সুইচ গিয়ার চাকু, একটি পলিথিনে রক্ষিত ০১টি নীল রংয়ের জীপার প্যাকেটে রক্ষিত ১৭৫ পিস ইয়াবা ও সাদা কাগজে মোড়ানো ৯৫ গ্রাম গাঁজা এবং তাহার হাতে থাকা ০৪ টি মোবাইল উদ্ধার করে। পরবর্তীতে আটককৃতের পরিচয় মো: সাহিদ (৪৬), পিতা- মৃত মোহাম্মদ সাদেক, সাং- নেকরোজবাগ, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে নিশ্চিত হওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।