
আতিকুর রহমান
ঢাকা প্রতিনিধি:
তাং০৬/০৯/২০২৫
ঢাকা: রাজধানীর ব্যস্ততম পুরানা পল্টন মোড়ে অবস্থিত ট্রপি খানা টাওয়ার ফেনী সমিতি হলরুমে শনিবার মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত “মানবাধিকার সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম। উদ্বোধনী ঘোষণা করেন যুক্তরাষ্ট্র থেকে যোগদানকারী নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার শুভসূচনা করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল চিফ মাওলানা লোকমান সাইফি।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও গবেষক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং বিশিষ্ট মানবাধিকার বিশ্লেষক গাজী আনোয়ার, সংগঠনের প্রশিক্ষণ পরিচালক ড. এজেড এম মাইনুল ইসলাম পলাশ এবং মানবাধিকার ব্যক্তিত্ব এম এ মোহিত।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন ও আল-আমিন শাওন, পরিচালক খন্দকার তারিকুল ইসলাম, মোঃ সমসুদ্দিন ও বেলাল হোসেন। সঞ্চালনা করেন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন নিরব এবং সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা।
দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজের পর প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন প্রধান অতিথি ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর চেয়ারম্যান ও জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. শাহজাহান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-র সম্পাদক কবি অশোক ধর, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, সংগঠনের উপদেষ্টা মেজবাহ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার ও মোহাম্মদ ওয়াহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবছর মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহীন-কে স্থায়ী সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে “প্রশিক্ষণ মেডেল ২০২৫” বিতরণ করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, “আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি। আজকের এ প্রশিক্ষণ আমাদের জীবনের পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে অংশ নিয়ে আমরা গর্বিত।”
অনুষ্ঠান শেষে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মীরা নিজস্ব কণ্ঠে গান পরিবেশন করে অনুষ্ঠানে আনন্দ ও বিনোদনের পরিবেশ সৃষ্টি করেন।