
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর উদ্যোগে ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নে এক আবেগঘন পরিবেশে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি সভাটিকে আরো অন্যরকম তাৎপর্যমণ্ডিত করে তোলে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী সদস্য সচিব সোহরাব হোসেন রানা। তাঁদের নেতৃত্বে সভার আলোচনাগুলো পায় নতুন গতি ও দিকনির্দেশনা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা শাহ আলম ভূইয়া, জামাল গাজী, হেলাল বাদশা, সালাম আদশা ও আনিসুর রহমান মুন্সি। কৃষকদলের পক্ষ থেকে যোগ দেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মন্টু, ওয়ার্ড কৃষকদলের সভাপতি সালাম মুন্সি এবং সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী মোঃ বাবুসহ আরও অসংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, “আজকের এই ক্রান্তিকালে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সত্য তথ্যের সঠিক প্রচার অত্যন্ত জরুরি। দেশের গণতন্ত্র রক্ষায় সাইবার যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তাঁরা আরও উল্লেখ করেন, বিএনপির সাংগঠনিক শক্তিকে তৃণমূল থেকে সুদৃঢ় করতে জেডসিএফ একটি বলিষ্ঠ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে।
সভায় একাত্মতা প্রকাশ করে বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “দল ও গণতন্ত্রের স্বার্থে আমাদের প্রতিটি কর্মীকে মাঠে ও সাইবার জগতে সক্রিয় থাকতে হবে। জনগণের পাশে থেকে সত্য কথা তুলে ধরাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।